Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

কার্যাবলি

 

 

  • বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ, বনজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও উন্নয়ন, বন সম্প্রসারণ।
  • সরকারী বনভূমি, পতিত ভূমি, প্রান্তিক ভূমি, অব্যবহৃত কৃষি ভূমি ও উপকূলীয় এলাকায় সমুদ্র হতে নতুন জেগে ওঠা ভূমিতে বনায়ন কার্যক্রমের মাধ্যমে বৃক্ষাচ্ছাদন বৃদ্ধি।
  • সামাজিক বনায়ন ও সহযোগিতামূলক বন ব্যবস্থাপনার  মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও Av_©-mvgvwRK Dbœqb।
  • জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী সৃজন।
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংরক্ষণের মাধ্যমে সেখানকার জীবন ও সম্পদের সুরক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ।
  • বনের  অবক্ষয় রোধের মাধ্যমে বনে কার্বন মজুদ বৃদ্ধি করে বিশ্ব উষ্ণায়ন রোধে অবদান রাখা এবং বন পুনঃপ্রতিষ্ঠা (Forest Restoration)।
  • বনজ সম্পদ উৎপাদন এবং বনজসম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতকরণ।
  • বিরল, বিলুপ্তপ্রায় ও বিপদাপন্ন বৃক্ষ প্রজাতি সংরক্ষণ এবৎ বন পুন:প্রতিষ্ঠা কার্যক্রমে এ সকল প্রজাতির বৃক্ষ রোপণে গুরুত্ব প্রদান।
  • বনের প্রাকৃতিক পুনরুৎপাদনে সহায়তা (Assisted Natural Regeneration) এবং জলবিভাজিকা (Watershed) ব্যবস্থাপনা।
  • রক্ষিত এলাকা সম্প্রসারণ ও সহ-ব্যবস্থাপনা (Co-management) কার্যক্রম বাস্তবায়ন এবং প্রকৃতি পর্যটন (Ecotourism) উন্নয়ন ও সম্প্রসারণ।
  • সরকারী ও বেসরকারী পর্যায়ে বনায়নে উৎসাহ ও সহায়তা প্রদান। বনায়ন বিষয়ক কারিগরি পরামর্শ প্রদান।
  • বন জরিপ, বন হতে কার্বন নিঃসরণের মাত্রা নির্ধারণ, বন পরিবীক্ষণ ও মূল্যায়ন এবং বনের সীমানা নির্ধারণ।
  • বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সম্পর্কিত আইন, বিধিমালা ও নীতিমালা বাস্তবায়ন।
  • বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ, মরুকরণ রোধ, বন, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য এবং পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক প্রচেষ্টার   জন্য সরকার কর্তৃক অনুস্বাক্ষরিত কনভেনশন, চুক্তি এবং প্রটোকল সমূহের প্রতিশ্রুতি পালনে সহায়তা প্রদান।